প্রচ্ছদ বিহীন কাব্য
প্রচ্ছদ বিহীন কাব্য
মোহাম্মদ মুছা
মোহটা কেটে যাক ক্ষমা চেয়ে নিবো
আর যদি নাই-বা কাটে ক্ষমা করে দিও, প্রিয়
অন্তরে ক্ষতটা দেখেনি কেহ, তুমিও না
আমি'তো দেখেছি স্বয়ং ধৃষ্টতার দ্রোহে,
প্রান্তরে ফেলে আসা মোড়ানো স্মৃতি;
ফিরেছে আপন গৃহে
আমি আর আমি রইলাম কই!
মুলি-দারু বারংবার শূন্যর উপর ভাসায়
নগ্ন হৃদয় অগোচরে লজ্জায় কাঁদে,
নগ্ন হৃদয় কি জানি কি খোঁজে
সহস্রবার লুটে পড়েছি,
এইবার না-হয় ক্ষমা করো, ফিরে আসো
মুছে দাও স্মৃতি, প্রেম, অভিলাষ
Comments