অবসাদ

 অবসাদ 

মোহাম্মদ মুছা


অবান্তর; অন্তর নিয়ন্ত্রিত অবাধ আঁধারে

নির্বোধ, পৃথিবীর মায়া বাড়ায় জগত সংসারে

ক্লান্ত; আমি ছুটতে নাহি আর চাই

রাজ্য;  করিস না আমায় দায়

অনিবার্য, শান্ত সকাল ও তপ্ত দুপুরে গড়াই

তেপান্তর; কিসের লাগিয়া এতো বড়াই

ভূখন্ড;  নিরাশ আমি কবু নই

সীমানা; অবহেলা আমি সবি সই

রীতিনীতি; করবো সবি ভেঙে চুরমার

অহংকার; তার যত অভিলাষ আমার

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার