অবলোপন

 অবলোপন 

মোহাম্মদ মুছা


মরুর বুক ছিঁড়ে দেখা হলো না কারো,

কেবল উষ্মা দেখে নিষ্প্রাণ তকমা লাগিয়ে দিলো,

দায়মুক্ত হলো কে, দিবাকর? 

বাষ্পীভূত জল আকাশের প্রান্তরে দিশেহারা

মেঘেরদল শুন্যর মাঝে ক্ষণিকের বসবাস। 


জল ঝরে তবুও মরুর বুকে হাহাকার 


এতো জল, ঢেউ, তরঙ্গ গেল কই

কেউ'তো একজন ঘাপটি মেরে আছে, নেপথ্যে! 

তাকে আর বেশিকিছু বলার নেই 

শুধু বলি; মেঘের সাথে নিকাশ চুকিয়ে যায়নি

আমার এতো চোখের জল বাষ্প কি হয়নি?


আকাশটারে বলি তাই আছি আমি তোর দেনাদার।

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার