জাগো

 জাগো

মোহাম্মদ মুছা


সমাজটা আজ রসাতলে হায় হায় করে সব

বাহুর বলে সবি চলে এখন এটাই গৌরব, 


বীরেরা সব ঘুঙুর করে; ঘরে কোণে বসে

বর্ণচোরা লাট হয়েছে জাত গেলোরে মিশে,


দাদা গিরির বাড় বেড়েছে অসৎ লোকের ছায়ায়

চুনোপুঁটি শৈল হয়েছে ব্যাঙে বাজায় সানাই,


কারো রে ভাই দায় পড়েনি চাবুক হাতে নিতে

ঠাকুর ঘরের কলা খেতে গাড় ছেপেছে ভূতে,


এমন বেলায় দু’পা দোলায় তালে যারা চলো

আমজনতার ঘোর কাটিলে পালাবে কোথায় বলো?


হাতছানি দেয় অমাবস্যা আঁধার সন্নিকটে

 বিপ্লবীরা এক হলে ভাই মরুতেও ঢেউ উঠে।

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা