বদলে যাবে দিন পঞ্জিকা

 বদলে যাবে দিন-পঞ্জিকা 

মোহাম্মদ মুছা 


পুরাতনকে বিদায় দিয়ে 

করবো নতুন বরন

হৈ-হুল্লোড়ে সাজ গোজিয়ে

চলবে কতো মহারন,


ভূলে গিয়ে হানাহানি 

রইবো সবাই মিলেমিশে 

নয়তো অতীত টানাটানি 

খুঁজবো নতুন দিশে,


এমন বানী সবার মুখে

আজি মিলবে অহরহ  

একটা দিনের ব্যবধানে 

রাখবেনা কথা কেহ,


বিধায় কিংবা বরণ বলি

তাতে করি পন

দিন বদলের মুখে কলি

বদলায় না তো মন ; 


বদলে যাবে দিন-পঞ্জিকা 

এর চাইতে বেশি কিছুতো নয়

স্বাদের জীবন হয় জটিকা

ভাবনাটা; ভাবনা হয়েই রয়!

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার