নীরব ঘাতক
নীরব ঘাতক
মোহাম্মদ মুছা
শহীদের রক্ত নিয়ে তারা রং তামাশা করে
এরা নব্য রাজাকার,
মুক্তকণ্ঠে মুক্ত হাওয়ায় সাম্প্রদায়িকতা ছড়ায়
এরা নব্য রাজাকার,
ঘুনে ধরা চেতনায় এরা আসক্ত
এরা নব্য রাজাকার
এরা হিংসুটে হীনমন্যতায় ভুগছে
এরা নব্য রাজাকার,
অপশিক্ষা বিকৃত ইতিহাস এদের সম্বল
এরা নব্য রাজাকার
গুজবে শক্তিতে ওরা বলিয়ান,
এরা নব্য রাজাকার,
নীরব ঘাতক এরা রদ্রে রদ্রে ঘাপটি মেরে আছে
এরা নব্য রাজাকার,
খুঁড়ে খুঁড়ে নিঃশেষ করছে লাল সবুজের অর্জন
এরা নব্য রাজাকার,
এদের অন্তরজ্বালা মুক্ত বাংলা কেন দূর্বার
এরা নব্য রাজাকার,
গর্জে ওঠো একাত্তরের চেতনায়
বাংলার বুকে যেন আঁচড় না লাগে
নব্য রাজাকারের থাবায়।
জয় বাংলা
Comments