Posts

Showing posts from December, 2023

বদলে যাবে দিন পঞ্জিকা

 বদলে যাবে দিন-পঞ্জিকা  মোহাম্মদ মুছা  পুরাতনকে বিদায় দিয়ে  করবো নতুন বরন হৈ-হুল্লোড়ে সাজ গোজিয়ে চলবে কতো মহারন, ভূলে গিয়ে হানাহানি  রইবো সবাই মিলেমিশে  নয়তো অতীত টানাটানি  খুঁজবো নতুন দিশে, এমন বানী সবার মুখে আজি মিলবে অহরহ   একটা দিনের ব্যবধানে  রাখবেনা কথা কেহ, বিধায় কিংবা বরণ বলি তাতে করি পন দিন বদলের মুখে কলি বদলায় না তো মন ;  বদলে যাবে দিন-পঞ্জিকা  এর চাইতে বেশি কিছুতো নয় স্বাদের জীবন হয় জটিকা ভাবনাটা; ভাবনা হয়েই রয়!

অতল মোহ

 অতল মোহ মোহাম্মদ মুছা ফিরে ফিরে আসো স্বপনে মোর বারবার ভুবন আমার নিমিষেই হয়ে যায় ছারখার প্রেম বিরহের কামনায় মরি আমি  যাতনায়  ছুঁয়ে ছুঁয়ে তোমায় পতিত হয়ে কোমায়,  বুকের মাঝে কেবল অবিরাম অবিচল স্পন্দন শুনেনা কেহ নিবৃত্তের নিদারুণ স্তব্ধ ক্রন্দন তরঙ্গ বিহীন অচল আজি মোর দেহ কাটেনি তবুও লোলুপ হৃদয়ে তোমার মোহ ।

নীরব ঘাতক

 নীরব ঘাতক মোহাম্মদ মুছা শহীদের রক্ত নিয়ে তারা রং তামাশা করে এরা নব্য রাজাকার, মুক্তকণ্ঠে মুক্ত হাওয়ায় সাম্প্রদায়িকতা ছড়ায়  এরা নব্য রাজাকার, ঘুনে ধরা চেতনায় এরা আসক্ত এরা নব্য রাজাকার এরা হিংসুটে হীনমন্যতায় ভুগছে এরা নব্য রাজাকার, অপশিক্ষা বিকৃত ইতিহাস এদের সম্বল এরা নব্য রাজাকার গুজবে শক্তিতে ওরা বলিয়ান, এরা নব্য রাজাকার, নীরব ঘাতক এরা রদ্রে রদ্রে ঘাপটি মেরে আছে  এরা নব্য রাজাকার, খুঁড়ে খুঁড়ে নিঃশেষ করছে লাল সবুজের অর্জন এরা নব্য রাজাকার, এদের অন্তরজ্বালা মুক্ত বাংলা কেন দূর্বার  এরা নব্য রাজাকার, গর্জে ওঠো একাত্তরের চেতনায় বাংলার বুকে যেন আঁচড় না লাগে নব্য রাজাকারের থাবায়।  জয় বাংলা

তুমি প্রলুব্ধকারিনী

 তুমি প্রলুব্ধকারিনী মোহাম্মদ মুছা তুমি প্রলুব্ধকারিনী, ক্ষুব্ধ ঢেউয়ে টেনেহিঁচড়ে অতলে তলিয়ে যাওয়া আমি ভেলারোহী নই তুমি গভীরে আছো বলে আমি চির অপরাধী  তুমি প্রলুব্ধকারিনী, হাজারো জোতিস্কো,গ্রহ,উপগ্রহে খুঁজতে খুঁজতে তোমায়: বেলা আজ অবেলা আমি থামিনি বলে  আমি চির অপরাধী!