তপ্ত স্নাত

 তপ্ত স্নাত

মোহাম্মদ মুছা 


আমার দখলে তোমার চারিপাশ

তোমার প্রতিটা নিঃশ্বাস আমায় জ্বলসে দেয় 

শ্রান্ত ক্লান্ত অনুভূতি গুলোও

টকবক টকবক করে শিরায় শিরায়

তপ্ত রোদ্রের মতো দাহ করে পুরো অঙ্গে

তখন আমি আপ্লূত তখন আমি সিক্ত

স্নিগ্ধ ব্যথাগুলো মিশে যায় বাতাসে,


বেদনা ভালোবাসার এপিট ওপিঠ

তাই বলেতো আজো অপেক্ষায়


তোমার চারপাশ জুড়ে গড়ে তোলা

আমার প্রাচীর তুমি ভাঙতে পারবে না

না কখনো না,

আরো বহুকাল জ্বলসে থাকলেও

তোমার নিঃশ্বাস অঙ্গে মাখাবো ভালোসার দাবীতে,

নির্মল প্রশ্বাস যখন তোমায় ছুঁয়ে দিবে,

তখন তুমি ফিরবে আমার হয়ে, কেবল আমার হয়ে,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার