অমৃত ভালোবাসা

অমৃত ভালোবাসা 

মোহাম্মদ মুছা 


হৃদয়ের ক্ষত অবিরত করছে বিনাশ স্বপ্ন যত,

দিন চলে যায় রাত থেমে যায় কাঁদছি রোজই ইচ্ছে মত

নয়ন জলে অথৈই কূলে ভাসছে বুকটা প্লাবন বলে

ঘূর্নিপাকে বজ্র ডাকে দিশেহারা সব কূল ভাঙে। 


কোন কোলেতে নোঙর পেতে ধীর হয়ে যে রই!

আমার প্রিয়া আপন ছায়া কি করে তা সই? 

আসুক জোয়ার পড়ুক ভাটা ভাবনা নাইতো ছিটেফোঁটা

আগ্নেয়গিরির লাভা জ্বলুক দাবানলে বসত পুড়ুক। 


ভূমিধসে আপন রোষে ভূতল ভরে যাক

আকাশ ভেঙে তারা ঝরে মহাকাশটা শূন্য করে,

চন্দ্র-সুরুজ সকল বহর গিলে ফেলুক কৃঞ্চগহ্বর 

যাক সবি যাক রসাতলে নিয়ম-নীতির যাঁতাকলে। 


না হয় যদি ভোর কখনো জোছনা ভরা রাত পোহানো

তাতে আমার কি আসে যায় ভালোবাসা বিনাশ বেলায়!

তোমায় ছোঁয়ার মন পিপাসা কেবল আমার ভালোবাসা

স্নিগ্ধ মুগ্ধতায়  জেগে থাক জেগে থাক।

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার