রোদসী

রোদসী

মোহাম্মদ মুছা 


আহত চোখে তোমাই দেখি,

বারবার খুঁজি আর দেখতেও পাই,

তুমি মোড়ানো থাকো কোন এক প্রথার আবরণে,

তবে চোখ দুটো তোমার তথাকথিত প্রথা বিরোধী,

আমায় ডাকে, আমার উত্তাল করে,

তুমিও জানো আমি অগস্ত্যযাত্রার পথিক,

অনুক্ত কোন কিছুতে আমার বাড়াবাড়ি নই,

অনুদিত সূর্য কিভাবে তপ্ত ছড়ায় 

তা নিয়ে বিচলিত। 

তোমার প্রেষনা আমাকে জাগ্রত করেনি,

ঈপ্সা থেকে ভালোবাসা জন্মায় না,

ভালোবাসা বিভোর করলে ঈপ্সা ক্রান্ত করে

পৃথিবীটা অবিচার্যই বটে,

এতোকিছু ক্ষয়ে গেলো

অথচ পৃথিবীতে গতি আগের মতোই,

উদগীর্ন ভালোবাসা আমাকে বিদীর্ণ করেছে,

সত্যি আমি হতভম্ব নয়, ভালোবাসায় এমন হয়,

তুমি প্রথার ছাদরে মুড়িয়ে থাকো,তাতো কি,

আমি উষর মৃত্তিকার বুকে দাঁড়ায়নি,

এখানে ফলে ভালোবাসা, অনুভূতি, আর শিহরণ,

যা আমাকে জাগ্রত রেখেছে দিগন্তের দ্বারপ্রান্তে,

তুমি দেখবে কি করে তাতো রোদসী!

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার