অযুক্তিক অন্ধকার

 অযুক্তিক অন্ধকার 

মোহাম্মদ মুছা


অন্ধকার আমার কাছে নতুন কিছু নই,

তবে ভোগান্তির মাত্রা একটু ভাবিয়ে তুলেছে,

এখন আর ভোরের প্রত্যাশায় বারবার ঘড়ির কাটা এগিয়ে দিই না,

অন্ধকার থাকুক, থাকুক হুতোম প্যাঁচার ডাক,

থাকুক খসে না পড়া তারা গুলো,

বিরতিহীন অন্ধকারে আলোর খুঁজে নিঃস্ব হওয়া নিছক প্রত্যাশা,

নির্বিকার সময় নেহাৎ সস্তায় আবেগ বিকিয়ে দেওয়া যদি প্রেম হতো,

আমি সেই কবে তোমার হাত ধরে জোছনায় মিশে যেতাম,

মাঝে মাঝে পথের বাঁকে নিজে ছায়াটুকু ও খোঁজে পাইনা,

খন্ড খন্ড অগোছালো সাদা-কালো মেঘ অন্ধকারে মাত্রা বাড়িয়ে দেয়,

তুমি একবার ভেবে দেখো এতো অন্ধকার অযুক্তিক নয় কি?

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার