জীবন প্রত্নতন্ত্ব

 জীবন প্রত্নতন্ত্ব

মোহাম্মদ মুছা 


বলা হয়নি যে কথা

আজীবন হৃদয়ের স্তুপে জমা থাকবে, 

পৃথিবীতে নিস্তব্ধতা মানে জীবন,

চোখবুঁজে শয়ে থাকা সমাজিক শিষ্টাচার, 

ধুঁকে মরার ধৈর্য যদি ধার্মিকতা হয় 

আমি একহাত দিলাম,

ভালো থেকো সাথী কৃত্রিম সুখে!

আমার, জগতের চারিদিক স্বর্গমর্ত্যের অভিচারিণী,

পৃথিবীতে সবার চাওয়া ইহকাল কিংবা পরকালের শান্তি!

নির্বোধ; চাহিদা ব্যপ্ত জীবন কাকে কি দিয়েছো বলো?

আমি মাথা পেতে নিবো, যদি বলো আমি সুখী, 

এটাই জীবন যেখানে অপূর্নতা সঙ্গী,

ভূলে যাও,ভুলে থাকা যদি শান্তি হয়, তাহলে ভিন্নতার সংজ্ঞা খুঁজবে কে?

মান্যতা সকল সুখ আর আনুগত্য প্রশান্তি,

এটাই জীবন, শেষ নিশ্বাস অব্দি 

নির্জনতা আর কোলাহল দুটোরই তফাত চাহিদার সন্ধি 

ভালো থেকো আপনার চিন্তা বোধে,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার