বিদ্বেষ ব্যাপারী
বিদ্বেষ ব্যাপারী
মোহাম্মদ মুছা
এই শহরে ধুম পড়েছে
বেচা-কেনা খুব জমেছে
হচ্ছে ভালো সদাই,
ওরা ধর্ম বেচে খায়!
আজব গুজব কাথার জালে
মানুষ নাচায় তালে তালে
বিদ্বেষ দিয়ে ছড়ায়,
ওরা ধর্ম বেচে খায়!
বিবেক বুদ্ধি লোপ পেয়েছে
আত্ম সত্তা শির নুয়েছে
জ্ঞান গুমোট তন্দ্রায়,
ওরা ধর্ম বেচে খায়!
সহজ-সরল ধর্মপ্রানে
তর্ক ছড়ায় পাপীজ্ঞানে
আপন ফয়দা লুটায়
ওরা ধর্ম বেচে খায়!
এই শহরে ধুম পড়েছে
বিদ্বেষ ব্যাপারী বাড় বেড়েছে
অন্তর জ্বলে ঘৃনায়,
Comments