Posts

Showing posts from June, 2022

জীবন প্রত্নতন্ত্ব

 জীবন প্রত্নতন্ত্ব মোহাম্মদ মুছা  বলা হয়নি যে কথা আজীবন হৃদয়ের স্তুপে জমা থাকবে,  পৃথিবীতে নিস্তব্ধতা মানে জীবন, চোখবুঁজে শয়ে থাকা সমাজিক শিষ্টাচার,  ধুঁকে মরার ধৈর্য যদি ধার্মিকতা হয়  আমি একহাত দিলাম, ভালো থেকো সাথী কৃত্রিম সুখে! আমার, জগতের চারিদিক স্বর্গমর্ত্যের অভিচারিণী, পৃথিবীতে সবার চাওয়া ইহকাল কিংবা পরকালের শান্তি! নির্বোধ; চাহিদা ব্যপ্ত জীবন কাকে কি দিয়েছো বলো? আমি মাথা পেতে নিবো, যদি বলো আমি সুখী,  এটাই জীবন যেখানে অপূর্নতা সঙ্গী, ভূলে যাও,ভুলে থাকা যদি শান্তি হয়, তাহলে ভিন্নতার সংজ্ঞা খুঁজবে কে? মান্যতা সকল সুখ আর আনুগত্য প্রশান্তি, এটাই জীবন, শেষ নিশ্বাস অব্দি  নির্জনতা আর কোলাহল দুটোরই তফাত চাহিদার সন্ধি  ভালো থেকো আপনার চিন্তা বোধে,

বিদ্বেষ ব্যাপারী

 বিদ্বেষ ব্যাপারী মোহাম্মদ মুছা  এই শহরে ধুম পড়েছে বেচা-কেনা খুব জমেছে হচ্ছে ভালো সদাই, ওরা ধর্ম বেচে খায়!   আজব গুজব কাথার জালে মানুষ নাচায় তালে তালে বিদ্বেষ দিয়ে ছড়ায়, ওরা ধর্ম বেচে খায়!  বিবেক বুদ্ধি লোপ পেয়েছে  আত্ম সত্তা শির নুয়েছে জ্ঞান গুমোট তন্দ্রায়, ওরা ধর্ম বেচে খায়! সহজ-সরল ধর্মপ্রানে তর্ক ছড়ায় পাপীজ্ঞানে আপন ফয়দা লুটায় ওরা ধর্ম বেচে খায়! এই শহরে ধুম পড়েছে  বিদ্বেষ ব্যাপারী বাড় বেড়েছে অন্তর জ্বলে ঘৃনায়,

আষাঢ়ের কাব্য

 আষাঢ়ের কাব্য  মোহাম্মদ মুছা  অতি বন্যা দেখেছো ভারী বর্ষন দেখোনি, মেঘের গর্জন শুনেছো আকাশের কষ্ট বুঝনি, বুক পাটা কান্যা এমনই বুঝি হয়; নিজের নিস্তরঙ্গ দেখাতে গেলে অন্যকে প্লাবনে ভাসাতে হয়, কার কি ভেসে গেলো কে অঝোরে রিমিঝিমির প্রশান্তুি পেলো, তা আষাঢ়ের গল্প নয়! আষাঢ়ের গল্প  কাঁদবো অবিরাম কাঁদবো যতদিন কদম না ঝরে, পল্লবিরা নিঃসঙ্গ না হয়,

সর্বনাশা শহর

 সর্বনাশা শহর মোহাম্মদ মুছা  বাড়ছে অপেক্ষার প্রহর  মিথ্যা সান্ত্বনা দিয়েই গেলো আমাকে আমার শহর, কত কিছু'তো হলো লাল-নীল নিয়ন বাতি  হরেক রকম আলো! সারি সারি রাজপথ  ঘুরছে মানুষ দৌড়ছে গাড়ি করছে কামাই জহরত, আকাশচুম্বী দালান-কোঠা বুক চিতিয়েই আছে আমার শহর আমায় কেবল আশ্বাস দিলো মিছে, শৈশব খেলো কৈশোর খেলো যৌবন নিয়েও তামাশা বুক ফেটে যায় এই নিরাশায় এই শহরই সর্বনাশা!