প্রত্যর্পন

 প্রত্যর্পন

মোহাম্মদ মুছা 


পোড়া মাটির ধূসর এক শহর পিছু টানে,

অবান্তর নয় কি?

চলতে চলতে বহুপথ পিছনে ফেলেছি

তবুও পিছু টানে,

অবান্তর নয় কি?

অবশ্রান্ত হৃদয় রক্তস্নাতে রক্তিম মেঘ হয়ে

খসে পড়ার অপেক্ষায় তবুও পিছু টানে,

অবান্তর নয় কি?

প্রেম অবিরাম, অবিনশ্বর জাগ্রত করে যায় বারবার,

অপূর্ব এক যাতনা, সংকট বুঝে-না,

বুঝে-না অবিন্যস্ত স্বপ্নের ধ্বংসযজ্ঞ,

কতো হাহাকারের আদলে বিচূর্ণ ললাটে শ্যাওলা জমেছে! 

তাতে কি? অবান্তর হলে হোক

এই শহরেতো তোমারই বাস,

আমি ফিরছি আবার,

পোড়া শহর, ধূসর শহর, স্বপ্নের ধ্বংসযজ্ঞ,ললাটে শ্যাওলা,

সবি মাড়িয়ে দিবো, জড়িয়ে দিবো তোমারও গায়ে,

আমি পিছনেই ফিরে আসছি,

তুমি কেবল অপেক্ষা করো,

অহমিকা গুড়িয়ে দিয়ে তেপান্তর হবো তোমায় লুটে,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার