বেলা বয়ে যায়

 বেলা বয়ে যায় 

মোহাম্মদ মুছা


অবিরত হচ্ছে ক্ষত

মহাকালের কাব্য যত,

ছন্দ হারা জলধারা 

মহাসাগর পুড়ছে খরা,


আয়না ফিরে আয় ;


কালের পরে কাল

তোর'ই মায়া জাল, 

বসত করে বুকে

মারছে আমায় ধুঁকে,


আয়না ফিরে আয়

বেলা বয়ে যায়।

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার