কদম ফুটেছে মোহাম্মদ মুছা আকাশ যদি মেঘেলা থাকে তাতে আমার দায় কী ? কেয়া ফুটেছে কদম ফুটেছে ঘরে থাকা যায় কি ! মন মেতেছে প্রেম জেগেছে আমার করার আছে কী ? আষাঢ় শ্রাবন প্রেমের পাবন হাতছানি দেয় রজনি । আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী ? মেঘের কোলে হেলেদুলে মন ছুটেছে, বেঁধে রাখা যায় কী ?
শরতের যাতনা মোহাম্মদ মুছা আমায় যদি নিবৃত্তে রাখতে চাও শরতের কাশফুল তোমার আঁচলে ঢাকো, শুভ্র সাদা মেঘ তোমার পাঁজরে বাঁধো কারন আমি যে উন্মাদ আমি যে বাঁধনহারা, পারবে কি? নয়তো তুমি ফিরে আসো চলো দুজন শুভ্র সাদা মেঘের শেষ প্রান্তে কাশবনে লুটিয়ে পড়ি, আসবে? যদি বলো না, অতঃপর, আমি আর সইবো না আমি বিপ্লবী হবো অরণ্যে আর গগন বিনাশে।
Comments