Posts

Showing posts from March, 2022

বিহ্বলতা

 বিহ্বলতা মোহাম্মদ মুছা  কষ্টে ধুঁকছে মন নষ্ট চিন্তাধারা, আপনারে রেখে গোপন হয়ছি পথহারা।  নষ্ট আমি কষ্ট বুকে তোরই ছবি আঁকি, সেই ছবিটা চোখে চোখে আট প্রহরেই রাখি।  বেহুলা মন যখন তখন  তোরে একটু ছুঁয়ে অন্ত-চক্ষুর নীরব রোদন বেদনা যায় ধুয়ে!

বেলা বয়ে যায়

 বেলা বয়ে যায়  মোহাম্মদ মুছা অবিরত হচ্ছে ক্ষত মহাকালের কাব্য যত, ছন্দ হারা জলধারা  মহাসাগর পুড়ছে খরা, আয়না ফিরে আয় ; কালের পরে কাল তোর'ই মায়া জাল,  বসত করে বুকে মারছে আমায় ধুঁকে, আয়না ফিরে আয় বেলা বয়ে যায়।