বসন্ত আজি বসন্ত

 বসন্ত আজি বসন্ত 

মোহাম্মদ মুছা


বসন্ত আজি বসন্ত 

চিত্ত হলো মত্ত,

বেদনা সব উড়িয়ে দিলাম

যা ছিলো নিরুক্ত। 


পলাশ শিমুল কৃষ্ণচুড়ায়

রুদ্ররোষে অঙ্গ পুড়ায়,

জরাজীর্ণ যতো ছুঁড়ে দিলাম

বিবাগী মন ক্ষনে ক্ষন রঙে রাঙায়।


বসন্ত আজি বসন্ত 

জাগিলো আজি প্রেমোসত্ত্ব,

শুভ্র সুবাসে স্বপন শিহরিত 

ভুলে যাবো অতীতের যতো ব্যর্থ। 

 

"বসন্ত আজি বসন্ত"

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার