Posts

Showing posts from January, 2021

বদলে যাবে দিন-পঞ্জিকা

 বদলে যাবে দিন-পঞ্জিকা  মোহাম্মদ মুছা  পুরাতনকে বিদায় দিয়ে  করবো নতুন বরন হৈ-হুল্লোড়ে সাজ গোজিয়ে চলবে করতো মহারন, ভূলে গিয়ে হানাহানি  রইবো সবাই মিলেমিশে  নয়তো অতীত টানাটানি  খুঁজবো নতুন দিশে, এমন বানী সবার মুখে আজি মিলবে অহরহ   একটা দিনের ব্যবধানে  রাখবেনা কথা কেহ, বিধায় কিংবা বরণ বলি তাতে করি পন দিন বদলের মুখে কলি বদলায় নাতো মন ;  বদলে যাবে দিন-পঞ্জিকা  এর চাইতে বেশি কিছু নয় স্বাদের জীবন হয় জটিকা ভাবনাটা; ভাবনা হয়েই রয়!

অনুভূতি

 অনুভূতি  মোহাম্মদ মুছা  চাঁদ কি ছোঁয়া যায়? তবুও লোকের পিরীত-- চাঁদের সাথে কানাই কানাই  এই যদি হয় অনুভূতি  তোমার সাথে আমার পিরীত কারো বাঁধা কি মানায় ?  _____________________ পূর্নিমাতে চাঁদ হাসে  শিহরণ জাগে শিরাই শিরাই এই যদি হয় অনুভূতি  তোমার সাথে আমার পিরীত  লোকে কেন আড়চোখে চাই ? _________________________ চাঁদের সাথে রাতের পিরীত জোৎসায় আলোয় ভাসে তোমার সাথে আমার পিরীত স্বাক্ষী কেবল আমার সর্বনাশে !

ক্রান্তিকালের কাব্য

 ক্রান্তিকালের কাব্য  মোহাম্মদ মুছা  চোখের জল ঝরেছে তো অঝোরে কয় ফোঁটা হিসেবে করে দেখিনি, বুক ভিজেছে অন্তর শুকিয়েছে শ্যাওলা জমেছে চোখের পাতায় তবুওতো ভুলিনি।  কতো পথ হেঁটেছি প্রান্ত ছুঁইবো বলে যেথায় মিশেছে আকাশের সীমানা,  ফুরিয়েছে বেলা আঁধার করেছে তাড়া তবুও ছুটেছি একা আমি আনমনা।  নির্ঘুম কেটেছে প্রহর মাথার উপর বয়ে গেলো কতো পুর্নিমার চাঁদ, কেন তুমি আসোনি কেন ভালোবাসনি সইবো বলো কতো আর পরাগত ? আমার চারিপাশ জুড়ে আজ হাহাকার পুড়েছে কপাল হয়েছি ঝলসে ছারখার আজো কি হাসবে? আমার আছে কি আর বলো এইজগতে হারাবার !