Posts

Showing posts from January, 2025

রাজ্য বিনাশ

 রাজ্য বিনাশ  মোহাম্মদ মুছা  পদ্মমধু খেয়ে সাধু বনেছো আজ মহাজন বেল পাকিলে কাকের কি, জানে তাহা সর্বজন, পরের ধনে পোদ্দারি করছো হেসে খেলে পিটের দন্ড আটি হবে আমজনতার কিলে, জিহ্বা দিয়ে লালা ঝরে চেটেপুটে খাইতে বিঁধলে যবে গলায় কাটা পারবে কি'তা সইতে? বন্দী ছিলো খাঁচায় শুকুন শিকল হায়েনার গলে মাশুল তোমায় দিতে হবে যেয়ে নাকো ভুলে, আমজনতার পিট ঠেকেছে পোড়া মাটির দেয়ালে আসবে আঘাত,সব-কটি দাঁত রইবে না তুর চোয়ালে,

জেব্রা ক্রসিং

 জেব্রা ক্রসিং মোহাম্মদ মুছা  এটি যদি আমার শেষ কবিতা হয়  তাহলে লিখে গেলাম- রক্তের বন্যায় ভাসতে থাকা কপালপোড়া মা জননী পৃথিবীর কোন সভ্যতা শতবছর বন্যায় ডুবে থাকেনি, যে বাঁধ ভেঙে নেমেছে ঢল সেই বাঁধে'ই নিম্নগামী জল,