Posts

Showing posts from December, 2024

প্লাবনের প্রতিঘাত

 প্লাবনের প্রতিঘাত মোহাম্মদ মুছা  আছে কতো লেনাদেনা জগতের এপার ওপার দিতে হবে পাড়ি মোরে অজানা পথ নির্বিকার, শুধিতে হবে দেনা ; পাওনার হিসাব থাক মহাকালের ডাক আসিবে হিসাব কষে রাখ, ক্ষমা করো সুহৃদ মোরে এমন মন্দা কালে বিষন রকম হৃদয় জখম ফুটু নায়ের পালে, স্রোতে কোলে মনের ভুলে নদ হয়নি পার তাই বলে কি থমকে যাবো ত্রিভুবনে ধার, নায়টা আমার কেঁড়ে নিলো প্লাবনের ঝড়ে দুঃখ আমার সঙ্গী হলো বারো মাসটা জুড়ে, তাতে বুঝি হলো আমার মহাসাগর চেনা নায়ের বদল সাঁতার কেড়ে স্বপ্ন হবে বোনা,

অর্জন বিসর্জনে

 অর্জন বিসর্জনে মোহাম্মদ মুছা  চারিদিকে বিবেক পোড়া বিভৎস কি গন্ধ  আত্মার সাথে সত্ত্বার চরম নিখুঁত দ্বন্দ্ব, রাজাকার এখন চরম ভাবে সেজেছে দেশদরদী  ভেজাল দুধে বানাই রোজই হাড়ি ভর্তি  দধি, দেশ বাংলার স্বাধীনতায় করছিলো যারা বিরোধ চিত্ত হেসে প্রতিশোধে ঘুমটায় করে প্রমোদ, প্রতিশোধের আগুন নেভায় দরুন ছদ্মবেশে তলে তলে চলছে ভেসে জিন্দাবাদই পোষে, রসাতলে যাবে কবে সোনার বাংলা মুর্দাবাদ ঘরে ঘরে জনে জনে বদ ছড়াবে মৌলবাদ, জেগে আছি থাকবো জেগে জয় বাংলার স্লোগানে জয় বাংলার জয় হয়েছে ত্রিশলক্ষ তাজা প্রানে, হয় প্রান নয় ধান কোনটা নিবি কেড়ে অত সহজে যাচ্ছি না'তো সোনার ছেড়ে।  জয় বাংলা,