Posts

Showing posts from October, 2024

অন্তর নির্বিকার

 অন্তর নির্বিকার মোহাম্মদ মুছা  স্বপ্নের ঘাড়ে চেপে রাত্রি করি পার প্রভাতে জাগিয়া দেখি অন্তর নির্বিকার, নগর জুড়ে কোলালহল আমি কেবল নিষিদ্ধ  অপরাধের হেতু জানি তাহাতেই আমি প্রলুব্ধ, হৃদয় আমার বাঁধনহারা তারে আজো খুঁজি ভালোবাসি তারে ভিষণ এইতো আমার পুজি, অন্ধকারে বন্দী আমি রুদ্ধ আমার ভুবন যাঁতাকলে পিষ্ট হয়ে সইছি রোজই শোষণ,

বিদায় ঘন্টা

 বিদায় ঘন্টা  মোহাম্মদ মুছা  কুয়ার ব্যাঙ  কুয়ায় লাফায় এতো তাহার জগৎ  বর্ষার জলে ঘরে কোণে  ঘ্যাং ঘ্যাং-ই  কণ্ঠাগত, এইতো গেলো ব্যাঙের গল্প এবার বলি দেশের কথা জারজেরা দল বেঁধেছে  লুন্ঠন করতে একাত্তরের স্বাধীনতা অত সহজ নয়রে জারজ মুখটা লাগাম ধর আমজনতা উঠলে জেগে  মুন্ডু হবে আলাগ ধর, জয় বাংলা ছিলো আগে এখনো তাই আছে লাফালাফি কমাও পিও বিদায় ঘন্টা বাজছে,

প্রত্যার্পন

 প্রত্যার্পন মোহাম্মদ মুছা  কি যেন কি নাই ; আমার এই বুকে হৃদপিণ্ডটা রক্তাক্ত ছিলো, দেখেছি তাহা তবে আলতো করে উপড়ে নিলো, মায়াবী এক আচঁড়ে অনুভবটা মৃত ছিলো এই কেমন হায় খোঁচারে? পিশাচিনী নয় সেই, নয়'তো কোন ডাইনি প্রেম জাগাতে যে এসেছিলো ; সেই মায়াবিনী, বুকে আজো রক্ত ঝরে ক্ষত কেবল বাড়ে হৃদপিণ্ডটা প্রত্যর্পনে ঘুরছি তাহার দ্বারে দ্বারে।

শরতের যাতনা

 শরতের যাতনা মোহাম্মদ মুছা  আমায় যদি নিবৃত্তে রাখতে চাও শরতের কাশফুল তোমার আঁচলে ঢাকো, শুভ্র সাদা মেঘ তোমার পাঁজরে বাঁধো কারন আমি যে উন্মাদ আমি যে বাঁধনহারা, পারবে কি?  নয়তো তুমি ফিরে আসো চলো দুজন শুভ্র সাদা মেঘের শেষ প্রান্তে কাশবনে লুটিয়ে পড়ি, আসবে? যদি বলো না, অতঃপর, আমি আর সইবো না আমি বিপ্লবী হবো অরণ্যে আর গগন বিনাশে।