Posts

Showing posts from May, 2024

অবলোপন

 অবলোপন  মোহাম্মদ মুছা মরুর বুক ছিঁড়ে দেখা হলো না কারো, কেবল উষ্মা দেখে নিষ্প্রাণ তকমা লাগিয়ে দিলো, দায়মুক্ত হলো কে, দিবাকর?  বাষ্পীভূত জল আকাশের প্রান্তরে দিশেহারা মেঘেরদল শুন্যর মাঝে ক্ষণিকের বসবাস।  জল ঝরে তবুও মরুর বুকে হাহাকার  এতো জল, ঢেউ, তরঙ্গ গেল কই কেউ'তো একজন ঘাপটি মেরে আছে, নেপথ্যে!  তাকে আর বেশিকিছু বলার নেই  শুধু বলি; মেঘের সাথে নিকাশ চুকিয়ে যায়নি আমার এতো চোখের জল বাষ্প কি হয়নি? আকাশটারে বলি তাই আছি আমি তোর দেনাদার।