অতৃপ্ত বাসনা
অতৃপ্ত বাসনা মোহাম্মদ মুছা হৃদপিণ্ড ছিঁড়ে তোমার ফুলদানিতে রেখে আসি? অহেতুক কথার কথার নয়, ভালোবাসা আর মায়া একই ধারে প্রবাহিত হলে ঘুর্ণিমান পৃথিবী স্থির করা যায়, উল্কাপিণ্ড মুষ্টিবদ্ধ করে রাখা যায়, যুদ্ধ জয়ে বীর উপাধি বাহুর লীলা, মনের লীলা প্রিয়সীকে আত্মসাৎ করা আমি আর তুমি মহাকাশের অভিযাত্রী নয়, দেখা হবে ভুবনের অজানা কোন প্রান্তে অবিরত নিসৃত বিষাক্ত নিঃশ্বাস তোমাতে ছুঁয়ে যাবে, দিকবিদিক শুন্য কেবল শুন্যই রবে, তোমার ধিক্কার আমি মাথা পেতে নিবো অতঃপর তোমায় নিয়ে ফিরবো আমার কাননে,