কালের বিবর্তন

 কালের বিবর্তন 

মোহাম্মদ মুছা


ভাবতে হবে নিজেকে নিয়ে, 

এইভাবে এই যুগে চলে না

পরিপাটি পরিবর্তন সময়ের দাবী,

তোষামোদি কর করতে হবে

যোগ্যতা তোমার আছে ঠিকই 

তোমাকে বাছ-বিচার করার ক্ষমতা তাদের নেই,

সেটি তাদের পারদর্শিতা, আর তোমার ব্যর্থতা।

আর তুমি সেইকেলে 

বাজারে মূল্য ততোটা নেই, 

তুমি ভাব'ছো  পরিবর্তন হবেই,

হয়েছে তো, শতাব্দীর ব্যবধানে,

অপেক্ষায় থাকো আরেকটা বিপ্লবের!

ভাবছো'টা কি? আয়ু! 

না, তা ভুল 

মরোন্তোর বাহ্ বা পাবেই 

পুষ্পমালার পাহাড় হবে অন্তিম যাত্রায়,

ভেবে দেখো নিষ্ঠার পুরুষ্কার এটাই ;

এটাই জগৎ, এটাই ক্ষেত্র, এটাই আর্শিবাদ,

পেছনে থাকালে পিছিয়ে পড়ার শঙ্কা,

এগিয়ে চলো নির্লজ্জতা সঙ্গী করে 

তাহলেই তুমি পারবে, না হয় স্বপ্ন'ই বিভোর থাকো

দেখবে একদিন তুমি নিঃবস্ত্র, অনেকটা উলঙ্গ

মাজা ধসে; দু'হাতে প্যান্টের ভারসাম্য রক্ষায়

অবিচল সংগ্রামে ন্যাস্ত!

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার