Posts

Showing posts from January, 2024

তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে

 তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে মোহাম্মদ মুছা তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে, ব্যাকুল হয়ে শূন্যের মাঝে থমকে থাকি এইভাবে আর কত দিন; প্রেমের সাথে মনের লড়াই।  ন্যায্যতা বলতে তোকে দূরে রাখা অন্যায় ভালোবাসার অভিধান তাই বলে,  সর্বস্বান্ত হয়ে এখন আমি নিরুপায় তোকে লুটে পৃথিবীকে ধ্বংস করতে চাই বিরহের দোয়ারে সভ্যতা আতিশয্য বেমানান   তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে,

জাগো

 জাগো মোহাম্মদ মুছা সমাজটা আজ রসাতলে হায় হায় করে সব বাহুর বলে সবি চলে এখন এটাই গৌরব,  বীরেরা সব ঘুঙুর করে; ঘরে কোণে বসে বর্ণচোরা লাট হয়েছে জাত গেলোরে মিশে, দাদা গিরির বাড় বেড়েছে অসৎ লোকের ছায়ায় চুনোপুঁটি শৈল হয়েছে ব্যাঙে বাজায় সানাই, কারো রে ভাই দায় পড়েনি চাবুক হাতে নিতে ঠাকুর ঘরের কলা খেতে গাড় ছেপেছে ভূতে, এমন বেলায় দু’পা দোলায় তালে যারা চলো আমজনতার ঘোর কাটিলে পালাবে কোথায় বলো? হাতছানি দেয় অমাবস্যা আঁধার সন্নিকটে  বিপ্লবীরা এক হলে ভাই মরুতেও ঢেউ উঠে।