তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে
তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে মোহাম্মদ মুছা তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে, ব্যাকুল হয়ে শূন্যের মাঝে থমকে থাকি এইভাবে আর কত দিন; প্রেমের সাথে মনের লড়াই। ন্যায্যতা বলতে তোকে দূরে রাখা অন্যায় ভালোবাসার অভিধান তাই বলে, সর্বস্বান্ত হয়ে এখন আমি নিরুপায় তোকে লুটে পৃথিবীকে ধ্বংস করতে চাই বিরহের দোয়ারে সভ্যতা আতিশয্য বেমানান তোকে ভিষণ খুঁজতে ইচ্ছে করে,