Posts

Showing posts from November, 2023

তপ্ত স্নাত

 তপ্ত স্নাত মোহাম্মদ মুছা  আমার দখলে তোমার চারিপাশ তোমার প্রতিটা নিঃশ্বাস আমায় জ্বলসে দেয়  শ্রান্ত ক্লান্ত অনুভূতি গুলোও টকবক টকবক করে শিরায় শিরায় তপ্ত রোদ্রের মতো দাহ করে পুরো অঙ্গে তখন আমি আপ্লূত তখন আমি সিক্ত স্নিগ্ধ ব্যথাগুলো মিশে যায় বাতাসে, বেদনা ভালোবাসার এপিট ওপিঠ তাই বলেতো আজো অপেক্ষায় তোমার চারপাশ জুড়ে গড়ে তোলা আমার প্রাচীর তুমি ভাঙতে পারবে না না কখনো না, আরো বহুকাল জ্বলসে থাকলেও তোমার নিঃশ্বাস অঙ্গে মাখাবো ভালোসার দাবীতে, নির্মল প্রশ্বাস যখন তোমায় ছুঁয়ে দিবে, তখন তুমি ফিরবে আমার হয়ে, কেবল আমার হয়ে,

বিলম্ব প্রসূতি

 বিলম্ব প্রসূতি মোহাম্মদ মুছা  যাক এই বছর কেটে যাক থেকে যাক কিছু দাগ,  না পাওয়ার আকুতি ব্যকুতি, আমি না হয় থাকিবো আজীবন প্রসূতি! স্বপন গর্বে স্বপ্ন গর্ভে যাতনা বেচিবো অতিব সুলভে, খরিদ্দার নির্বার আসে যায় বারবার মূল্যহীন আমি দরাদরি বারবার! বাবাজান দোয়া দেন আরেকবার হয় যেন বেচে-কেনা আগামী হাটবার,