Posts

Showing posts from August, 2022

আঁধার নিস্তার

 আঁধার নিস্তার মোহাম্মদ মুছা  আকাশ তোমায় হাত পেতেছি চাঁদখানা ধার দিবে? বুকের ভিতর কাঁপছে থরথর জোছনায় যেতে ডুবে।  ঝিলের জলে স্বর জমেছে পদ্ম ছায়া আড়াল, স্বপ্ন আমার ডানা মেলে শূন্যে দিলো উড়াল।  উড়তে থাকুক ঝরতে থাকুক ডানা ভেঙে পালক, মনটা উদাস হলো বিনাশ দুলছে যখন দোলক।

অকাল বেলা

 অকাল বেলা মোহাম্মদ মুছা  তুষের আগুন বুকে চাপা            রুদ্ধ আমার বাক, কাঁদছে কাঁদুক নয়ন দুটি          বুকটা চুপসে থাক।  আঁধার আলো সাদা কালো             তফাৎ নাইতো আর, তোরে ছাড়া ভুবন আমার            নিছক বদ্ধ কারাগার।  বেলা গেলো ছলে ছলে          থমকে আছে পথ, কেয়া আমার নোঙর ছিঁড়ে            গাঙ করিলো বদ।