Posts

Showing posts from August, 2022

আঁধার নিস্তার

 আঁধার নিস্তার মোহাম্মদ মুছা  আকাশ তোমায় হাত পেতেছি চাঁদখানা ধার দিবে? বুকের ভিতর কাঁপছে থরথর জোছনায় যেতে ডুবে।  ঝিলের জলে স্বর জমেছে পদ্ম ছায়া আড়াল, স্বপ্ন আমার ডানা মেলে শূন্যে দিলো উড়াল।  উড়তে থাকুক ঝরতে থাকুক ডানা ভেঙে পালক, মনটা উদাস হলো বিনাশ দুলছে যখন দোলক।

অকাল বেলা

 অকাল বেলা মোহাম্মদ মুছা  তুষের আগুন বুকে চাপা            রুদ্ধ আমার বাক, কাঁদছে কাঁদুক নয়ন দুটি          বুকটা চুপসে থাক।  আঁধার আলো সাদা কালো             তফাৎ নাইতো আর, তোরে ছাড়া ভুবন আমার            নিছক বদ্ধ কারাগার।  বেলা গেলো ছলে ছলে          থমকে আছে পথ, কেয়া আমার নোঙর ছিঁড়ে            গাঙ করিলো বদ।

রোদসী

রোদসী মোহাম্মদ মুছা  আহত চোখে তোমাই দেখি, বারবার খুঁজি আর দেখতেও পাই, তুমি মোড়ানো থাকো কোন এক প্রথার আবরণে, তবে চোখ দুটো তোমার তথাকথিত প্রথা বিরোধী, আমায় ডাকে, আমার উত্তাল করে, তুমিও জানো আমি অগস্ত্যযাত্রার পথিক, অনুক্ত কোন কিছুতে আমার বাড়াবাড়ি নই, অনুদিত সূর্য কিভাবে তপ্ত ছড়ায়  তা নিয়ে বিচলিত।  তোমার প্রেষনা আমাকে জাগ্রত করেনি, ঈপ্সা থেকে ভালোবাসা জন্মায় না, ভালোবাসা বিভোর করলে ঈপ্সা ক্রান্ত করে পৃথিবীটা অবিচার্যই বটে, এতোকিছু ক্ষয়ে গেলো অথচ পৃথিবীতে গতি আগের মতোই, উদগীর্ন ভালোবাসা আমাকে বিদীর্ণ করেছে, সত্যি আমি হতভম্ব নয়, ভালোবাসায় এমন হয়, তুমি প্রথার ছাদরে মুড়িয়ে থাকো,তাতো কি, আমি উষর মৃত্তিকার বুকে দাঁড়ায়নি, এখানে ফলে ভালোবাসা, অনুভূতি, আর শিহরণ, যা আমাকে জাগ্রত রেখেছে দিগন্তের দ্বারপ্রান্তে, তুমি দেখবে কি করে তাতো রোদসী!