কদম ফুটেছে
কদম ফুটেছে মোহাম্মদ মুছা আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী? কেয়া ফুটেছে কদম ফুটেছে ঘরে থাকা যায় কি! মন মেতেছে প্রেম জেগেছে আমার করার আছে কী? আষাঢ় শ্রাবন প্রেমের পাবন হাতছানি দেয় রজনি, আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী? মেঘের কোলে হেলেদুলে মন ছুটেছে বেঁধে রাখা যায় কী?