মহা সংকেত
মহা সংকেত মোহাম্মদ মুছা রক্ত জমাট মেঘ নীল আকাশের সীমান্ত জুড়ে ক্ষুব্ধ বাতাসের গতিবেগ তান্ডবে মেতেছে মহাপ্রলয়ের বার্তা পল্লবে পল্লবে দুলছে, ভোরের পাখির ডাক জাগ্রতরাই শুনে, আঁধার কাটবে এইতো আঁধার কেটেছে বলে যৌবনের বসন্ত বিদায়ের সাক্ষী হয়ে লাভ কি বলো? কৃষ্ণচূড়া মতো রাঙিয়ে দাও রক্তের দাগ শুনানোর আগেই, এসো নওজোয়ান আঘাত হানি বর্গিদের দূর্গে, যুগে যুগে আমরাই জিতি আমরাই জিতবো আমারই সেনা আমরাই তরবারি আমরাই ঢাল, আমরাই রণকোঠার আমারই বর্শা আমরাই তীর-ধনুক, এসো বীর,তুচ্ছ'তো নয় তোমার রক্তের তাপাদাহ যুগে যুগে আমরাই জিতি আমরাই জিতবো। রক্ত জমাট মেঘ নীল আকাশের সীমান্ত জুড়ে ক্ষুব্ধ বাতাসের গতিবেগ তান্ডবে মেতেছে মহাপ্রলয়ের বার্তা পল্লবে পল্লবে দুলছে, ভোরের পাখির ডাক জাগ্রতরাই শুনে, আঁধার কাটবে এইতো আঁধার কেটেছে বলে যৌবনের বসন্ত বিদায়ের সাক্ষী হয়ে লাভ কি বলো? কৃষ্ণচূড়া মতো রাঙিয়ে দাও রক্তের দাগ শুনানোর আগেই, এসো নওজোয়ান আঘাত হানি বর্গিদের দূর্গে, যুগে যুগে আমরাই জিতি আমরাই জিতবো আমারই সেনা আমরাই তরবারি আমরাই ঢাল, আমরাই রণকোঠার আমারই বর্শা আমরাই তীর-ধনুক, এসো বীর,তু...