Posts

Showing posts from June, 2025

মায়ার মাশুল

 মায়ার মাশুল মোহাম্মদ মুছা  বেলা যাক গড়িয়ে ঘুমন্ত শহরে আঁধারে আচ্ছন্ন শেষ প্রহরে, হুতোম প্যাঁচা দেখলে দেখুক উঁকিয়ে ডাহুকের ডাক যাক বিকিয়ে,   প্রসাদের প্রহরি হেলে পড়ুক চেয়ারে কাঁটাতারের দেয়াল টপকে চুপিসারে ঘুমন্ত তোমাকে আনিবো লুটিয়ে সাধ্যকার আর নিবে তোমায় চিনিয়ে?