Posts

Showing posts from March, 2025

নিঃসঙ্গ ভাবনা

 নিঃসঙ্গ ভাবনা মোহাম্মদ  মুছা  দু’চোখে ঘুম নেই রাত হলো আজি কাল  এই বুঝি ভোর হলো অপেক্ষায় মন উতাল, দেয়ালেতে ঝুলে আছে আধমরা বেহায়া ঘড়ি উল্টো পথে চলছে যেন তার সাথে মোর আড়ি, চাঁদের সাথে দ্বন্দ্ব কিসের থমকে সে-ও আছে ইচ্ছে করে আকাশ হতে দিতে তারে মুছে, পাখপাখালির ঘুম ভাঙেনা ক্ষোভ জানিনা তাদের তারা-ও কি মুখিয়ে আছে ; তীব্র প্রতিশোধের? ভুলটা আমার মায়ার জালে আটকে কেন গেলাম নীলঞ্জনার ছলনাতে আঁধার খুঁজে নিলাম।