বিপ্রতীপ
বিপ্রতীপ মোহাম্মদ মুছা পাকা ধানে হানা দিলো পঙ্গপালের দল গোলায় ভরা হইলো না আর সোনালি ফসল, কানামাছি ভূ ভূ বর্গী মুচকি হাসে ঘরে ঘরে মঙ্গা হবে রক্ত খাবে চুষে, পঙ্গপালের সেনাপতি মহাজনের নাই'কো জুড়ি রাক্ষুসে মন শান্ত মশাই আখের গোছায় তড়িঘড়ি, বন্যা খরা ঝড়-ঝাপটা শত বাঁধা পেরিয়ে তিলেতিলে গড়া দেশটা বিদ্বেষ দিলো ছড়িয়ে, জাগো জাগো আমজনতা দেশটা আগে বাচাও থাকতে বেলা ছাড়ো হেলা পঙ্গপালদের তাড়াও।