নীরব দাবানল
নীরব দাবানল মোহাম্মদ মুছা চলনা দু'জন পাশ কেটে যায় এই শহরের নীতি ভালোবাসার পুষিয়ে দিবো দালান কোটার ক্ষতি, জরাজীর্ণ এই শহরে গড়ছি রোজই ব্যবধান তোর বিহনে আকাশ ভাঙ্গে বসন্ত হয় ম্লান। বহুদূরে দূর হতে দূর লোকান্তরে দু'জন মিশে যাই দু-হাত পেতে আছি আজো আয় না প্রিয়া আয়, অষ্টপ্রহর সইছি জ্বালা ঝরছে চোখে লোনাজল বুকের মাঝে দাউদাউ জ্বলে নীরব দাবানল!