নিরাশার কাব্য
নিরাশার কাব্য মোহাম্মদ মুছা দু-চোখ জুড়ে ঘন-কালো মেঘের তড়িঘড়ি বৃষ্টি আসুক আর নাই আসুক আষাঢ়ের কাব্য হয়ে হৃদয় উচাটন, গোধূলির কি দোষ বলো স্বপ্নতো আমারই চোখে, পৃথিবীটা এমনই নীরবে নিবৃত্তে শীতের ঝরা পাতার মতো স্বপ্নগুলো ঝরিয়ে দেয়, না, আমি উলঙ্গ বৃক্ষের মতো তীর হয়ে বসন্তের আশায় আর রইবো না, কতো বসন্ত ধোঁকা দিলো! বরং পুঁজিবাদের এই শহরে স্বপ্নগুলো বেঁচে দিই।