বিপ্লবী প্রেম
বিপ্লবী প্রেম মোহাম্মদ মুছা তুমি যখন মগ্ন আছো স্বর্গ ছুঁবে বলে আমি তখন পাপ খুঁড়ে যায় খেয়াল খুশির ছলে, কে দেখাইলো স্বপন মোরে চন্দ্র সুরুজ জানে যতোই তুমি আড়াল রাখো প্রেম'তো আমার প্রানে, প্রানে যখন বিপ্লব জাগে নাহি বাঁধা মানে অবাধ শোষণ বধ করিতে তুমুল আঘাত হানে।