Posts

Showing posts from November, 2022

অবান্তর নোঙর

 অবান্তর নোঙর  মোহাম্মদ মুছা  নিশিতে পারিনি আজো পুষিতে নিজেকে  কারণে অকারণে পরানের বিকিরনে, পারিনি বদলাতে হারিনি অন্তর্ঘাতে কষ্টের মেলায় বেলা অবেলায়। অবান্তর, অন্তর নিয়ন্ত্রিত অবাধ আঁধার ভাবনাটা জটিল হলো, কঠিন ছিলো যাতনা নীরব স্রোত দু-চোখে বয়ে চলেছে ভাঙছে রোজই কতো কূল!  বুকের পাঁজর হলো পাথর অনল বসত নির্বিকার, তাইতো বুঝি আজো খুঁজি হারানো পথ বারেবার।