অবান্তর নোঙর
অবান্তর নোঙর মোহাম্মদ মুছা নিশিতে পারিনি আজো পুষিতে নিজেকে কারণে অকারণে পরানের বিকিরনে, পারিনি বদলাতে হারিনি অন্তর্ঘাতে কষ্টের মেলায় বেলা অবেলায়। অবান্তর, অন্তর নিয়ন্ত্রিত অবাধ আঁধার ভাবনাটা জটিল হলো, কঠিন ছিলো যাতনা নীরব স্রোত দু-চোখে বয়ে চলেছে ভাঙছে রোজই কতো কূল! বুকের পাঁজর হলো পাথর অনল বসত নির্বিকার, তাইতো বুঝি আজো খুঁজি হারানো পথ বারেবার।