Posts

Showing posts from October, 2022

অবিচ্ছেদ্য সত্য

 অবিচ্ছেদ্য সত্য মোহাম্মদ মুছা  মুগ্ধ মোহে নির্মল শ্বাসে বুক চিতিয়ে আছো লুট করা সুখ মিছেমিছি কার দুয়ারে বেঁচো? মাতাল চোখে স্বপ্ন তোমার রঙিন সবি দেখো হৃদয় ভাঙ্গার নয়ন জলে সুখের তরী ভাসো।  সুহাসিনী মায়াবিনী কাটে না মোর প্রহর বুকের মাঝে বয়ে বেড়ায় নীল বেদনার বহর, আজো আমি মগ্ন আছি মাতোয়ারা মন এই কেমন খেলা ধ্বংসলীলা পুড়ছি সারাক্ষন!

নীরব ঘাতক

 নীরব ঘাতক মোহাম্মদ মুছা  ঘুরছে ফিরছে চলছে মানুষ ভিতর বুঝা দায়! করছে জৌলুশ উড়ায় ফানুস  সুখে থাকতে চায়, দগ্ধ হৃদয় বুকের ভিতর  তবুও রোজই অভিনয় হচ্ছে খতর হয়না নিথর  শত ব্যথা সয়, আলোর সাথে আলোর মেলা আঁধার কেন তফাত আমার বুকেও একই জ্বালা  স্বপ্ন বাড়ায় আঘাত,