স্বপ্নের বুকে
স্বপ্নের বুকে মোহাম্মদ মুছা পৃথিবীটা স্বপ্নময় স্বপ্নের ছড়াছড়ি আমার চাওয়ায় হলো কেবল একটু বাড়াবাড়ি, হেঁটেছি বহুপথ ফিরেছি বারংবার হলোনা বাঁধা আপনার সুখের সংসার, স্বপ্নের বুকে বিধিলো বিষ মাখা তীর পাখির ডানায় সোনালি রোদ্দুর খুঁজে পায়নি নীড়, পথে প্রান্তরে ঝরাপাতা ধমকা হাওয়ায় উড়ে চোখের স্বপ্ন বুকের মাঝে লাভা হয়ে পুড়ে,