Posts

Showing posts from December, 2021

এসো জয়ের নিশান উড়াই

 এসো জয়ের নিশান উড়াই মোহাম্মদ মুছা  স্বপ্ন রোজই হচ্ছে ক্ষত  পিচ ঢালায়ের পথে মতো স্বপ্ন রোজই হচ্ছে বলি এই শহরের অলি-গলি,                                 চোখের স্বপ্ন বুকে উতলায় শহর জুড়ে দানব দৌড়ে  যায়না চেনা মানব ভীড়ে মুখে ঢাকা মুখোশ তাদের  গুনে ধরেছে আপন বোধের,                                        ওরা স্বপ্ন ছিবে খাই স্বপ্ন বাবার কাঁধে ঝুলে স্বপ্ন মায়ের আঁচল দোলে স্বপ্ন তুলে ঢেউ তরুণ-তরুনীর স্বপ্ন গভীর কাটবে তিমির,                                      তবুও স্বপ্ন থমকে যায়  এসো সবাই রুখে দাঁড়ায় ঐক্য হয়ে দানব তাড়ায় অশুভ শক্তি নিপাত যাবে সফল হবে স্বপ্ন তবে,                               এসো জয়ের নিশান উড়াই

ইচ্ছে আমার

 ইচ্ছে আমার মোহাম্মদ মুছা  ইচ্ছে আমার এলোমেলো            উড়ছে শহর জুড়ে শত বাঁধা গোলকধাঁধা            যায়না রাখা বেঁধে, পাখির মতো ডানা মেলে          নীল আকাশে উড়ে,  মেঘের কোলে হেলেদুলে          পাগলা বাদল ঝরে, ইচ্ছে আমার  মাতাল হলো           দামাল ছেলের মতো উড়ছে কেবল শত প্রবল                রুখবে বাঁধা শত, ইচ্ছে আমার বাঁধনহারা            ছুটেছে বাঁকে বাঁকে চাইনা ফিরে পিছন পানে          ভোরের কিরন ডাকে, ইচ্ছে আমার ক্ষণেক্ষনে               রঙিন স্বপ্ন দেখে ভালোবাসার ফুল ফোটাবে               এই শহরের বুকে,

অনন্ত জ্বালা

 অনন্ত জ্বালা মোহাম্মদ মুছা  হৃদয় আমার বন্দী আজো তোমার মায়া জালে নয়ন জলে বুক ভেসে যায়  স্বপন ডুবে কালে, চন্দ্র সুরুজ পালা বদল আঁধার আলোর খেলা রাজ্যে বাজে বিষাদ মাদল এইতো বিধির লীলা,   পথের বাঁকে পিছন ডাকে হাতছানি দেয় বেলা পোড়া কপাল আর কতো কাল সইবে দহন জ্বালা!