তিলোত্তমা প্রিয়তমা
তিলোত্তমা প্রিয়তমা মোহাম্মদ মুছা তিলোত্তমা প্রিয়তমা বেঁধেছো বুঝি ঘর, বিরহের এই মহারাজ্যে আমি আজো যাযাবর। চন্দ্র সুরুজ খসে পড়েছে তারার মেলাও নাই, আমার আকাশ শূন্য আজি কে নেবে তার দায়? তিলোত্তমা করো ক্ষমা ভুলতে আজো পারিনি, বুকের ভিতর জম ধরেছে স্বপ্ন তবুও মরেনি ; তিলোত্তমা প্রিয়তমা সুখে তুমি থেকো আমি একদিন তারা হবো আঁধার রাতেই দেখো !