Posts

Showing posts from September, 2020

শখের নদী

 শখের নদী  মোহাম্মদ মুছা আমার কেয়ায় পাল উড়েনা বাতাসে নাই গতি  নদী আমার শুকিয়ে গেছে  খরা আমার সতি, শখের নদী দুঃখ এখন  বৈঠা হাতে কাঁদি কোন মোহনায় স্রোতের বাঁধা মন রাখিলাম বাঁধি, আকাশ গর্জে মেঘও দৌড়ে  বইবে বুঝি জল বেলা গেলো আশায় আশায়  এইটা কেমন ছল !  বুকের মাঝে যে মোহনা  বইতে থাকে ঢল কারো এইটা নয় করুনা  এটা ; আমারই চোখের জল।