উদাসী মন
উদাসী মন মোহাম্মদ মুছা উদাসী মন ক্ষিপ্ত ভিষণ আর সহে না নিরব শোষণ ঘুর্নি হয়ে আসছে ধেয়ে তোমার সুখের আঙ্গিনায়, প্রবল বেগে ছুড়েছে তেড়ে পাগলা হাওয়ায় নোঙর ছিঁড়ে ফুঁসছে আরো গাপটি মেরে তোমার দেয়া বেদনায়, উপড়ে মাটি ভাঙবে আকাশ এক পলকেই করবে বিনাশ যাবে ক্ষয়ে নিবে বয়ে তোমার ক্ষত যন্ত্রনায়,